আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল ইসলামী জোট। অর্থাৎ, আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেঁধে ভোটে অংশ নেবে রাজনৈতিক দলটি।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
এ বিষয়ে প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে জানান, তারা তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবেন।