তৃণমূল কংগ্রেস মানেই বিশ্বাসঘাতকতা ও দুর্নীতি : মোদি

0

বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস (টিএমসি)। টিএমসি মানেই ‘তু ম্যায় অর কোরাপশন’। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে বিজেপির দলীয় সমাবেশে এভাবেই দুর্নীতি ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাজ্যটির আরামবাগে প্রথম সভার পর শনিবার কৃষ্ণনগরে ছিল তার দ্বিতীয় জনসভা। এখানেও দুর্নীতি ও সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় যেভাবে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার চলছে, সেটা বাংলাকে নিরাশ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ বড় আশা নিয়ে তৃণমূলকে বারবার জনাদেশ দিয়েছে। কিন্তু অত্যাচার ও বিশ্বাসঘাতক’র অপর নামে পরিণত হয়েছে তৃণমূল। তৃণমূলের কারণে বাংলার উন্নতি নয় বরং দুর্নীতি ও পরিবারতন্ত্রকে অগ্রাধিকার দিচ্ছে। তৃণমূল মানে বিশ্বাসঘাতকতা ও অত্যাচার, তৃণমূল মানে দুর্নীতি ও পরিবারতন্ত্র। তৃণমূল বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে চায়, যাতে ওদের রাজনীতি, ওদের খেলা চলতে থাকে।’ 

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জগন্নাথ সরকার, রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য, বিধায়ক অসীম সরকার, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যসহ দলের নেতা-নেত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here