তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ, এরদোয়ানের জন্য বড় পরীক্ষা

0

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন আজ (১৪ মে) অনুষ্ঠিত হবে। সকাল ৮ টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলু। 

খবরে বলা হচ্ছে, বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এটি এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা। কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, বিরোধীদলীয় প্রার্থী কেমাল কিলিচদারোগলুর চেয়ে এরদোয়ান পিছিয়ে আছেন।

এরদোয়ান তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০০৩ সালে। ২০১৪ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। সে বছরই দেশটির প্রেসিডেন্টের গদিতে বসেন। এরপর থেকে টানা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আসছেন। সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here