তুচ্ছ ঘটনায় শ্বাসরোধে কিশোরকে হত্যার অভিযোগ, বন্ধু আটক

0

তুচ্ছ ঘটনায় গলা টিপে শ্বাসরোধ করে নবম শ্রেণি পড়ুয়া সিফাত (১৪) নামের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহান (১৫) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারর্দিচর  এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিফাত তিলারর্দিচর এলাকার দোলোয়ার হোসেনের ছেলে। সে রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। 

একই এলাকার বন্ধু সোহেল মিয়ার ছেলে সোহান (১৫) স্কুলছাত্র বন্ধুকে গলাটিপে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। হত্যাকাণ্ডের সাথে জড়িত সোহান স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করে।

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে ঘোরাঘুরি করছিলো বাড়ির বাইরে। রাতে তিলারর্দিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে ওঠে দু’জন। এসময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সিফাত। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮টার দিকে সিফাত নামে ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার সোহেল মিয়ার ছেলে ফার্নিচার শ্রমিক সোহানকে (১৫) আটক করেছে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র। 

হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি বিষয় নিয়ে সিফাত ও সোহানের মধ্যে কথাকাটাকাটি হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here