ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. ছালেম মুন্সি (৫৫)। এ ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মো. ছালেম মুন্সি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়ির মো. আমির হোসেনের ছেলে। শুক্রবার (৭ এপ্রিল) তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি। এ ঘটনায় নশু মুন্সিকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।