তুচ্ছ ঘটনায় ফতুল্লায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের (৪০) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু তাহের ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। শুক্রবার (৯ জুন) রাত ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন তাকে পিটিয়ে আহত করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here