তীব্র বায়ু দূষণ, দিল্লিতে দুই দিন স্কুল বন্ধ

0

তীব্র বায়ু দূষণের কারণে দুই দিনের জন্য সব ধরণের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ভারতের রাজধানী দিল্লির প্রশাসন। 

বৃহস্পতিবার দিল্লির বাতাসের দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

দিল্লির পরিবেশ মন্ত্রী পরিস্থিতি বিবেচনায় জরুরি বৈঠক ডেকেছেন। দিল্লি বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষ শহর। 

নানা কারণে শীতকালে ভয়াবহ আকার ধারণ করে দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি। এসময় সাধারণত কৃষকরা তাদের ফসলের উচ্ছিষ্ট অংশ পুড়িয়ে থাকেন, বাতাসের গতিও থাকে কম। অন্যদিকে উৎসবের জন্য পোড়ানো হয় অসংখ্য আতশবাজি।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির গবেষণায় দেখা গেছে,  বায়ু দূষণ মূলত ১-১৫ নভেম্বরের মধ্যে চরম আকার ধারণ করে। কারণ, এই সময়টাতেই পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় কৃষকরা তাদের ফসলের জমিতে আগুন দিয়ে পরিষ্কার করেন। 

পরিস্থিতি সামাল দিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্র ও শনিবার স্থানীয় সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন।

 

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here