লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নাতি-নাতনিদের মেয়ের বাড়ি থেকে নিয়ে ফেরার পথে তিস্তা নদীতে নৌকা ডুবে কুরফান আলী (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়। নিখোঁজের পর তার লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে তিস্তা ব্যারাজের উজান থেকে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বৃদ্ধের লাশ উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় নিখোঁজের ঘটনা ঘটে।
জানা গেছে, নিখোঁজ কুরফান আলী মেয়ের বাড়ি থেকে নাতি-নাতনিদের নিয়ে তিস্তা নদী পার হচ্ছিল নৌকায়। এসময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকায় থাকায় ১১ শিশুকে উদ্ধার করতে পারলেও কুরফান আলী নিখোঁজ হন। তিনি উপজেলার দোয়ানী সীমান্তবাজার এলাকার বাসিন্দা।