তিলকের ব্যাটে সিরিজে এগিয়ে গেল ভারত

0

তিলক ভার্মার অপরাজিত ৭২ রানের ইনিংসে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। 

শনিবার চেন্নাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৪ বল বাকি থাকতে জিতে যায় ভারত। টানা দুই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে স্বাগতিকরা।

টার্গেটে নেমে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়েছিল ভারত। কিন্তু ওয়ানডাউনে নেমে তিলক ভার্মা জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। তিলক শেষ পর্যন্ত ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। ৪ চার ও ৫ ছয়ে ইনিংস সাজান তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে পাত্তা না পাওয়া ইংল্যান্ড আজ ভালোই সুযোগ তৈরি করেছিল। ৭৮ রানেই ভারতের ৫ উইকেট তুলে নিয়েছিলেন দলটির বোলাররা। অভিষেক শর্মা থামেন ১২ রানে, সাঞ্জু স্যামসন ৫, সূর্যকুমার যাদব ১২, ধ্রুব জুরেল ৪ ও হার্দিক পান্ডিয়া ৭ রান করে আউট হন। 

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন কার্স। আর্চার, মার্ক উড, রশিদ, জেমি ওভারটন ও লিভিংস্টোন ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটে নেমে ৯০ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক বাটলার ছাড়া কেউই উইকেটে থিতু হতে পারেননি। ব্যাক্তিগত ৪৫ রানে করে অক্ষরের শিকার হন বাটলার। শেষ পর্যন্ত ব্রাইডন কার্সের ব্যাটে ১৬৫ রান করে ইনিংস শেষ করে সফরকারীরা।

কার্স ১৭ বলে করেন ৩১। বাকিদের মধ্যে জেমি স্মিথ ২২, হ্যারি ব্রুক ১৩ ও লিভিংস্টোন ১৩ রান করেন। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও বরুন চক্রবর্তী। 

আগামী মঙ্গলবার রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here