তুর্কি রেড ক্রিসেন্টের সরবরাহকৃত তিন হাজার টন খাদ্য, ওষুধ ও অন্যান্য সাহায্য নিয়ে একটি জাহাজ মিশরের দিকে যাত্রা করছে। মিশরীয় রেড ক্রিসেন্টের সমর্থন ও সহযোগিতায় এই সহায়তা গাজায় পৌঁছানো হবে।
খবরে বলা হয়েছে, তুরস্কের এই সহায়তা রমজানের প্রাক্কালে ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার আশা যোগাবে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সাড়ে তিন হাজার অবৈধ বসতি নির্মাণের ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, পশ্চিম তীরের বিশাল অংশকে ইহুদিকরণে ইসরায়েলের প্রচেষ্টা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং সম্ভাব্য দ্বি-রাষ্ট্র সমাধানকে ক্ষুণ্ন করেছে।