সাধারণ শ্রমিকরা সহিংসতার সঙ্গে জড়িত নয় জানিয়ে বিজিএমইএ বলছে, তিন সপ্তাহে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের রপ্তানি স্থগিত করা হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত বুধবার থেকে সব কারখানায় কার্যক্রম পুনরায় চালু হয়েছে এবং শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় উপস্থিত থেকে কাজ করেছে। এটা ঘটেছে কারণ, সাধারণ শ্রমিকরা সহিংসতায় জড়িত ছিল না এবং তারা জানত কী ঘটছে।