তিন শিরোপার মৌসুমেও ২৪২ কোটি টাকার লোকসানে বার্সেলোনা

0
তিন শিরোপার মৌসুমেও ২৪২ কোটি টাকার লোকসানে বার্সেলোনা

লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, সাম্প্রতিক ২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ফুটবলের সব শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। মাঠের পারফরম্যান্সে ছিল দারুণ সাফল্য, কিন্তু অর্থনৈতিক দিক থেকে মৌসুমটা মোটেও সুখকর ছিল না কাতালান ক্লাবটির জন্য।

রবিবার (১৯ অক্টোবর) ক্লাবের সাধারণ সভায় জানানো হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার নিট লোকসান হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা। অথচ এ মৌসুমেই ক্লাবের রাজস্ব ছিল প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো।

২০২৩-২৪ মৌসুমে বার্সা আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে ৫০ লাখ ইউরো লাভে ছিল। কিন্তু ২০২৪-২৫ মৌসুমে বেতন বাবদ খরচ বেড়ে যাওয়াই লোকসানের মূল কারণ বলে জানানো হয়।

গত মৌসুমে খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ হয়েছিল ৫১ কোটি ইউরো, এবার বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ইউরো। এই অতিরিক্ত ব্যয়ই ক্লাবকে শেষ পর্যন্ত লোকসানে ঠেলে দিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের বিদায়ী সভাপতি হোয়ান লাপোর্তা। দ্বিতীয় মেয়াদের শেষ সাধারণ সভায় লাপোর্তা জানান,’ চ্যালেঞ্জের মধ্য দিয়েও ক্লাব ঘুরে দাঁড়াচ্ছে। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স, লা মাসিয়ার সাফল্য আর নতুন স্পটিফাই ক্যাম্প ন্যু, সব মিলিয়ে আমরা আবারও গর্ব করার জায়গায় ফিরছি।’

তিনি আরও বলেন,’ঘরের মাঠে না খেলেও আমরা ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব পেয়েছি, যা একটি বড় অর্জন। আমরা এমন এক কাঠামো গড়ে তুলেছি যাতে ক্লাবের মালিকানা সদস্যদের হাতেই থাকে। কোনো বাইরের বিনিয়োগ ছাড়া।’

বার্সেলোনার স্পনসর আয়ও ছিল রেকর্ড পরিমাণ—২৫ কোটি ৯০ লাখ ইউরো। আন্তর্জাতিক বাজারে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কারণেই এই সাফল্য এসেছে বলে জানান লাপোর্তা। এছাড়া লা লিগা কর্তৃক নির্ধারিত ঋণও কমানো হয়েছে ৯ কোটি ইউরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here