সিরাজগঞ্জে জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে তিন শহীদ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম জেলা শহরে মাসুমপুর মহল্লার যুবদল নেতা শহীদ সোহানুর রহমান রঞ্জু, গয়লা মহল্লার আব্দুল লতিফ ও সুমন সেখের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শহীদ পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরণ করে দেওয়া সম্ভব নয়। আমরা জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে যতুটুকু পারছি সহযোগিতা করে যাচ্ছি। ইতোমধ্যে জেলার যে কয়জন শহীদ হয়েছেন, প্রতিটি পরিবারের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে শহীদ ও আহত পরিবারের জন্য অনুদান চেক আসবে, সেটিও ঈদের আগে বিতরণ করা হবে। শহীদ পরিবারের পাশে সরকার ও জেলা প্রশাসন সব সময় আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাদের সকল সুযোগ-সুবিধা সরকারের পক্ষ দেওয়া হবে।