তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

0

সারাদেশেই বিরাজ করছে ঠাণ্ডা। এরমধ্যে দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (৬ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেয়া হয়।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টি ও তাপমাত্রার এ পরিস্থিতি সোমবার (৮ জানুয়ারি) সকাল পর্যন্ত বিরাজ করতে পারে।

এ ছাড়া সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here