তিন দিনে দেশে এলো ৮ হাজার ৩০০ টন পিয়াজ

0

দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে তিন দিনে ৮ হাজার ৩০০ টন পিয়াজ আমদানি হয়েছে।  

বুধবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

দেশের বাজারে অস্বাভাবিকভাবে পিয়াজের দাম বেড়ে যাওয়া ঠেকাতে আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়।

বর্তমানে বাজারে ৫ কেজি পাবনার পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকা থেকে ৪০০ টাকা দরে। কেজিতে যা পড়ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা। ফরিদপুরের ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩১০ টাকা থেকে ৩৪০ টাকায়। কেজিতে যা পড়ছে ৬২ থেকে ৬৮ টাকা। রাজশাহীর ৫ কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩৭৫ টাকায়, যা কেজিতে পড়ছে ৭৫ টাকা। আমদানি করা ভারতীয় পিয়াজ বিক্রি করা হচ্ছে ৩২৫ টাকায়, যা কেজিতে পড়েছে ৬৫ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here