তিন দিনেই ১০০ কোটির ক্লাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

0
তিন দিনেই ১০০ কোটির ক্লাবে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

বক্স অফিসে যেন ঝড় তুলেছে রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’। ৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই সিনেমাটি পেরিয়ে গেছে ১০০ কোটির ঘর। সমালোচকদের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে এই অ্যাকশন থ্রিলার মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সিনেমার আয় বিশ্লেষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্ক জানিয়েছে, রবিবার মুক্তির তৃতীয় দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ৪৩ কোটি রুপি। ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপিতে। এর আগে শুক্রবার প্রথম দিনে ব্যবসা ছিল ২৮ কোটি রুপি এবং শনিবার তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটিতে। তিন দিনে বক্স অফিসে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সিনেমাটির আয়।

ভারতের বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বড় শহরের পাশাপাশি মফস্বল এলাকা পর্যন্ত ‘ধুরন্ধর’ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হল মালিকরাও জানিয়েছেন, সপ্তাহান্তে প্রতিটি শো প্রায় হাউসফুল গেছে।

আয় বিশ্লেষকরা মুক্তির আগে অগ্রিম বুকিং নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও বর্তমান সাফল্যের পর তারা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বিশ্লেষক সামাজিক মাধ্যমে লিখেছেন, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রবিবার এটি সাম্প্রতিক সময়ের যে কোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।

‘ধুরন্ধর’-এ রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সিনেমার চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা মন্তব্য থাকলেও সেন্সর বোর্ড জানিয়েছে, এটি সম্পূর্ণ কাল্পনিক একটি চরিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here