তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি

0
তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি

তিন প্রজন্মের আর্জেন্টাইন ফুটবলারের চার গোলে নতুন ইতিহাসের দুয়ার খুলল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে প্রথমবার কনফারেন্স ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি।

সিনসিনাটির মাঠে বাংলাদেশ সময় সোমবার সকালে প্রথমার্ধে সিলভেতির পাস থেকে মেসির গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে গোল করেন সিলভেতি। পরে মেসির পাস থেকে দুইটি গোল করেন ২৬ বছর বয়সী তারকা আইয়েন্দে।

মায়ামির আরেক আর্জেন্টাইনের ছোঁয়ায় ব্যবধান বাড়তে পারত আরও। কিন্তু শেষদিকে মেসির পাস থেকেই রদ্রিগো দে পল সুবর্ণ এক সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

নিয়মিত মৌসুমে ২৯ গোল করার পাশাপাশি ১৯ গোলে সহায়তা করে টানা দ্বিতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ স্বীকৃতি পাওয়াকে স্রেফ সময়ের ব্যাপার বানিয়ে রেখেছেন মেসি। প্লে-অফের প্রতিটি ম্যাচেও আছে তার অবদান। এখানেও ছয় গোল ও ছয় অ্যাসিস্ট হয়ে গেল আর্জেন্টাইন জাদুকরের।

কনফারেন্স ফাইনালে মেসিদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সিটি এফসি। এ দিনই অন্য সেমি-ফাইনালে ১-০ গোলে হারিয়েছে তারা নিয়মিত মৌসুমে শীর্ষে থাকা ও সাপোর্টার্স শিল্ডজয়ী ফিলাডেলফিয়া ইউনিয়নকে। আগামী শনিবার ফাইনালটি হবে তাই মায়ামির মাঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here