তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, উৎপাদন বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

0
তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, উৎপাদন বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রাচীন এই গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে অতিরিক্ত ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিএফসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন–ই (কূপ নং ১১ ও ১২) এবং লোকেশন–জি (কূপ নং ১৭, ১৮ ও ২৭) থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলনের কারণে কূপগুলোর ওয়েলহেড প্রেসার কমে যায়। ফলে জাতীয় গ্রিডের চাপের তুলনায় কূপের চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এই সমস্যার সমাধানে ওয়েলহেড প্রেসার বাড়িয়ে সরবরাহ অব্যাহত রাখতে লোকেশন–ই ও লোকেশন–জি তে ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের প্রকল্প গ্রহণ করে বিজিএফসিএল।

সংস্থাটি জানায়, গত বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে কম্প্রেসর স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রতি টেস্টিং, কমিশনিং ও পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হয়েছে। বর্তমানে এই কম্প্রেসরের মাধ্যমে লোকেশন–ই থেকে দৈনিক প্রায় ৩১ মিলিয়ন ঘনফুট এবং লোকেশন–জি থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে—যা আগের তুলনায় ২২ মিলিয়ন ঘনফুট বেশি। এছাড়া গ্যাসের উপজাত হিসেবে লোকেশন–জি ও ই থেকে দৈনিক প্রায় ৩৬ ব্যারেল কনডেনসেট উৎপাদন হচ্ছে।

বিজিএফসিএল আরও জানায়, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মেটাতে বর্তমানে তিতাস, হবিগঞ্জ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার (প্রথম সংশোধিত), তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে ৪টি মূল্যায়ন–কাম–উন্নয়ন কূপ খনন, তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন এবং হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডে ৩-ডি সাইসমিক জরিপ–এই চারটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here