২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে আসছে, তারা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয়। এই অবস্থায় আইসিসির সঙ্গে বিসিবির টানাপোড়েন এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।
ইএসপিএন-ক্রিকইনফো সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়েছে ২১ জানুয়ারির মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থাকে। তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। বিকল্প ভেন্যু হিসেবে সহ-আয়োজক শ্রীলঙ্কার প্রস্তাব দেয় বিসিবি।
তবে আইসিসি তাদের নির্ধারিত সূচি পরিবর্তনে রাজি হয়নি। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’-তে, যেখানে ম্যাচগুলো ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে স্থানান্তর করে আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করা হোক, কারণ আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। কিন্তু আইসিসি এই প্রস্তাবও নাকচ করে দেয় এবং জানায়, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
প্রথমদিকে জানা গিয়েছিল, আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি রয়েছে। তবে সর্বশেষ খবরে জানা গেছে, তারা আর এই প্রস্তাবে সম্মত নয়। ফলে বিসিবির সামনে বিকল্প পথ আরও সংকুচিত হয়ে এসেছে।
বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে জানিয়েছে, যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। বিষয়টি আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এক পরিচালক বলেন, আমরা বিশ্বকাপ অবশ্যই খেলতে চাই, তবে সেটা ভারতের বাইরে। খেলোয়াড় ও দলের অন্যান্য সদস্যদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে, যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তবে আইসিসি বাংলাদেশের জায়গায় বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই দলটি হতে পারে স্কটল্যান্ড।
সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন পুরোপুরি নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।

