তাসরিফের সাথে বাগযুদ্ধ, ফের যা বললেন হিরো আলম

0

সম্প্রতি একরকম বাগযুদ্ধে জড়িয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের দুই আলোচিত চরিত্র হিরো আলম ও তাসরিফ খান। হিরো আলম তাসরিফের অসুস্থতার খবরে বলেছিলেন, অহঙ্কারের পরিণাম ভোগ করছেন এই গায়ক। সেই কথার জবাব দিয়েছেন তাসরিফ। এবার তাসরিফের কথার পাল্টা জবাব দিয়েছনে হিরো আলম।

সম্প্রতি তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। ফলে তার মুখের একাংশ বেঁকে গেছে। 

হিরো আলমের এমন মন্তব্যের পর শনিবার রাতে ফেসবুক লাইভে তাসরিফ খান বলেন, ‌‘হিরো আলম সাহেব আপনাকে নিয়ে আমার একটু কথা আছে। আজ বিকালে একটা লাইভে দেখেছি গতকাল আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আমি আপনার অভিশাপ দেওয়া নিয়ে কিছুই মনে করিনি।তবে আমার একটা জায়গায় কথা আছে। আপনি লাইভে গিয়ে আমাকে ব্যঙ্গ করেছেন অভিশাপ দিয়েছেন। আপনি বলেছেন যে, চাঁদপুরের কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল যেখানে আপনারও আসার কথা ছিল। সেখানে আমি নাকি বলেছি আপনি আসলে আমি যাব না। এই যে ইনফরমেশনটা আপনাকে যে দিয়েছে সেটা ঠিক ছিল না।’

তাসরিফ আরও বলেন, ‘আমি আপনাকে জানাতে চাই আপনার সৎসাহস ও ডেডিকেশনকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার সাহসের জায়গাটা রেসপেক্ট করি। আমরা অনেক সময় মানুষের কথা শুনে ভেঙে পড়ি। আপনার থেকে এই জিনিসটা আমার শেখার আছে। আমি আপনার প্রতিটি ভালো কাজকে সন্মান করি। তবে আপনি আমাকে নিয়ে আপনার ওই ভুল ধারণাটা রাখবেন না। আপনি যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আপনার ভালো করুক।’

তাসরিফের এই কথার পর তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন হিরো আলম। তিনি বলেছেন, ‘তাসরিফ এখন মিথ্যা বলছে। তখন কিন্তু ঠিকই আমাকে ছোট করেছিল। এখন মানুষ খারাপ বলবে তাই অস্বীকার করছে।’ 

তিনি বলেন, ‘শুধু তাসরিফ না আমাকে নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করেছে। সেটি পরে আবার অস্বীকারও করেছে। আসলে আমি ব্যক্তি তাসরিফকে নিয়ে কিছু বলতে চাইনি। আমি শুধু বোঝাতে চেয়েছি অহঙ্কারের পতন আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here