উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার উজবেকিস্তান এবং মধ্য এশিয়ার প্রধান স্বাস্থ্যসেবা বিষয়ক তাসখন্দ আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রদর্শনী -২০২৩ (TIHE) এ সন্মানিত অতিথি হিসেবে যোগদান করেন। এ প্রদর্শনীটি তাসখন্দের Uzexpocentre এ ১৩-১৫ এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে । বিশেষভাবে উল্লেখ্য যে, এ প্রদর্শনীতে বাংলাদেশ সহ ১৩টি দেশের মোট ২৫০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত সহ অংশগ্রহনকারী দেশসমূহের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর সন্মানিত অতিথিবৃন্দ প্যাভিলিয়নের সকল স্টল ঘুরে দেখেন। বাংলাদেশ হতে জেনারেল ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, অপসোনিন ফার্মাসিউটিক্যাল ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল – এ ৪ টি ঔষধ কোম্পানি এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।