তাসকিন-রানার দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

0

চ্যাম্পিয়নস ট্রফিতে রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করে ২৩৬ রান করেছে বাংলাদেশ। তবে সেই সংগ্রহ নিয়েই দারুণ লড়াই করছে বাংলাদেশ। বোলিংয়ে নেমে ১৫ রানে কিউইদের ২ উইকেট তুলে নিয়েছে টাইগাররা।

এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরি করেন উইল ইয়ং। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা কিউই ব্যাটারকে আজ রানের খাতা খুলতে দেননি তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে নিউজিল্যান্ড এই ব্যাটারের স্ট্যাম্প ভেঙে দেন তাসকিন। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে আউট করে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে তিনি।

তাসকিনের উইকেট উদযাপন শেষ হতে না হতেই বাংলাদেশ দল আবারও আনন্দে মাতে। এবারে কেন উইলিয়ামসনকে ব্যক্তিগত ৫ রানে ‍উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দিতে বাধ্য করেন নাহিদ রানা। 

প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ ওভার শেষে ২ উইকেটে ২৮ রান। ডেভন কনওয়ে ১০ ও রাচিন রবীন্দ্র ১৩ রানে ব্যাট করছেন।

বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ। আজ হারলে বাংলাদেশকে বাড়ির টিকিট কাটতে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here