এরইমধ্যে ডাচদের বিপক্ষে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। শুরুতে ৯ বলে ৩ রান করে তাসকিনের বলে সাকিবের তালুবন্দী হয়েছিলেন ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং। এরপর শরিফুলের বলে ম্যাক্স ও’ডাউড শূন্য রানে ধরা পড়েন তানজিদ হাসানের হাতে।
তারপর সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান শিকার করেন নেদারল্যান্ডসের একটি করে উইকেট।
ফলে ১৩০ রানের আগেই পাঁচ উইকেট হারিয়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে ডাচরা। তাই দলটির শেষ দিকের ব্যাটাররা আগাচ্ছেন ধীরতালে।
কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ডাচরা।