জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তার বাম পায়ের অ্যাকিলিস টেন্ডনে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
এই সমস্যার মূল কারণ হলো অ্যাকিলিস টেন্ডনের নিচে হাড়ে অতিরিক্ত গঠন বা বোন গ্রোথ। এটি তাসকিনের সমস্যা তৈরি করছে বিপিএলের সময় থেকেই। এমনকি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়ও তিনি ব্যথা নিয়ে খেলেছেন। তখন যতটা ভাবা হয়েছিল, এখন সমস্যা তার চেয়ে অনেক বেশি।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাসকিনের এমআরআই করেছি। তবে সেটা মূলত তথ্য সংরক্ষণের জন্য। যদি বিদেশে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়, তাহলে এগুলো কাজে লাগবে। আমরা আগেই ওর চিকিৎসা শুরু করেছিলাম। সে বিপিএল থেকেই এই সমস্যা নিয়ে খেলছে, এমনকি চ্যাম্পিয়নস ট্রফিতেও।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি এইভাবে আর খেলা চালিয়ে যাওয়া যাবে না। যদি চালায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে কিছুদিনের জন্য ক্রিকেট থেকে বিরত রাখতে এবং সঠিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে।’
তবে চিকিৎসকরা এখনই অস্ত্রোপচারের পথে হাঁটছেন না। কারণ এতে ঝুঁকি বেশি এবং আগেও এমন সার্জারির পর কেউ সফলভাবে ক্রিকেটে ফিরেছেন, এমন নজির নেই।
ডা. দেবাশীষ বলেন, ‘এখন আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করছি। সার্জারির কথা ভাবছি না। কারণ এটা বড় একটা প্রক্রিয়া। আমার ২৫-৩০ বছরের অভিজ্ঞতায় দেখিনি কেউ এই অপারেশনের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পেরেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এই ধরনের অপারেশন করার মতো সুবিধা বা অভিজ্ঞতা নেই। তাই আমরা এই নিয়ে তাড়াহুড়া করছি না। আপাতত আমরা ব্যথা কমানো ও পুনর্বাসন প্রক্রিয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।’