ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান না তুলতেই আসে বৃষ্টি। এরপর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
বৃষ্টির আগপর্যন্ত ১৬.৩ ওভারে ৩ উইকেটরে মধ্যে বাংলাদেশি পেসাররা পেয়েছেন দু’টি এবং একটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তবে দলে থাকা তিন পেসারের দেশের বাইরে খেলার অভিজ্ঞতা কম। সেই কারণেই কিনা ইনজুরির কারণে দলের বাইরে থাকা তাসকিন আহমেদকে স্মরণ করলেন তরুণ পেসার হাসান মাহমুদ।
সিনিয়ার পেসার তাসকিন আহমেদকে মনে পড়ছে হাসানের, ‘আমি ও শরিফুল ইনজুরির মধ্যে ছিলাম, তবে এখন মোটামুটি ফিট আছি আমরা। আর তাসকিন ভাই ইনজুরিতে, উনি আবার কামব্যাক করবে ইনশা-আল্লাহ। উনাকে মিস করছিলাম আজকে।’