বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বিচারিক আদালত কর্তৃক সকল মামলায় অব্যাহতি পাওয়ায় শুকরিয়া আদায় এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শহরের টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আমন্ত্রিত অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আতাউর রহমান খান মুক্তা, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইরুল ইসলাম, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, ফারুক ইসলাম ফারুক, আব্দুল গফুর দ্বারা, সোহেল শাহরিয়ার, অধ্যক্ষ আলিমুর রাজি তরুণ, হাসানুজ্জামান পলাশ, ফজলে রাব্বি তোহা, নাহিদ ইসলাম, সোয়েব ইসলাম অভি প্রমুখ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল