আখতার রাফি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (০৯-১০-২০২৫ ইং) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে (আড়াগাও পশ্চিমপাড়া) এলাকায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা নিয়ে ঘরে ঘরে যেতে হবে এবং সবাইকে ৩১ দফা সম্পর্কে অবহিত করতে হবে। হাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্তি অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত উঠান বৈঠকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুস্তম আলী শিকদার।