তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে স্বাগত মিছিল

0
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহে স্বাগত মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কর্মসূচি অনুযায়ী স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আহ্বানে মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বাগত মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে নেতাকর্মীরা প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান দেন।

হালুয়াঘাট উপজেলায় অনুষ্ঠিত স্বাগত মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসান বদরুল কবির। অন্যদিকে, ধোবাউড়া উপজেলায় অনুষ্ঠিত স্বাগত মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিক।

মিছিল শেষে পৃথক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন আশার সঞ্চার করেছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here