বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে এক শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন ভিপি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন প্রবাসী নেতা-কর্মীদের মাঝেও আনন্দের জোয়ার এনেছে। আমরা আশাবাদী, তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।’
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট বলেন, ‘তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুগম হয়েছে। এখন সময় এসেছে প্রবাস থেকে নির্বাচনী প্রস্তুতিতে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর।’
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রইচউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার, সাংবাদিক আনিসুর রহমান, হুমায়ূন কবীরসহ অনেকে।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দৃশ্য টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচারিত হলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা তা আবেগঘন পরিবেশে প্রত্যক্ষ করেন। ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’-এর চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, “স্বপ্ন আজ বাস্তব হয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশ সঠিক গণতন্ত্রে ফিরবে এই বিশ্বাস আমাদের।’

