নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া বলেছেন, বিগত ১৭ বছর দেশে গণতন্ত্র ছিলো না। ফ্যাসিবাদ পতনের পর জনগণের উন্নয়নে তারেক রহমান দেশে ফিরে এসেছেন। একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। তার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে আসবে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার গোলাকান্দাইলে নিজ বাসভবনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে দেশ থেকে চলে যেতে বলেছিল। কিন্তু তিনি বলেছিলেন এদেশের জনগণই আমার সব। তাদের ছেড়ে আমি কোথাও যাব না, মরতে হলে এদেশেই মরবো। তিনি কোন অন্যায়ের সাথে আপোস না করে জনগণের জন্য রাজনীতি করে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে, তিনি এদেশের মানুষের অন্তর থাকবেন।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমান, আজিজ মাস্টার, মতিন ভূইয়া, আফজাল কবীর, হাজী সেলিম, গোলজার হোসেন, আমিরুল ইসলাম ইমন, মো. মামুন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

