আখতার রাফি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৩১ দফা নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে দিনরাত কাজ করে যাচ্ছি এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ৩১ দফার আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ সরকার আমাদের প্রিয় বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে তার থেকে পরিত্রাণ পেতে ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। আজ মঙ্গলবার (০৭/১০/২৫ ইং) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মন্তব্য করেন তিনি। আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।