তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

0
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।  শুক্রবার (২১ নভেম্বর) সকালে ডায়াবেটিকস হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা হয়। জেলা ছাত্রদল এই ক্যাম্পের আয়োজন করে। 

এসময় মেডিসিন বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসেন, চক্ষু বিশেষজ্ঞ মো. সুজন আলী, অর্থোপেডিক ডা. রেজাউল করিম, গাইনি ডা. শাহনিমা নার্গিস, হৃদরোগের শুশিল কুমার রায়, চর্মরোগের ওমর ফারুক পাটোয়ারি, মেডিকেল অফিসার নুরুল ইসলাম আযমসহ ৮জন চিকিৎসক বিনামূল্যে রোগীদের সেবা দিয়ে ব্যবস্থাপত্র প্রদান করেন।

এছাড়াও ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় এবং অসহায় রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল রোমানের ব্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। তিনি বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মানবিক কাজের অংশ হিসাবে বিশেষজ্ঞ চিকিৎসক এর সহায়তায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। রাজবাড়ীতে স্থায়ী বাসিন্দা যারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। তারাই ক্যাম্পের চিকিৎসক ছিলেন। নিজের জেলার অসহায় মানুষের সেবা দিতে পেরে তারাও খুশি।

মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইকবাল হাসান বলেন, আমরা নিজ জেলার মানুষের চিকিৎসা সেবা দিয়েছি। ছুটির দিনে নিজ জেলায় সাধারণ মানুষকে  চিকিৎসা সেবা দিতে পেরে আমরাও অভিভূত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here