নারায়ণগঞ্জে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্র ও জনজীবন নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানোর উদ্দেশ্যে ‘কেমন বাংলাদেশ চাই- তারেক রহমানকে লিখুন’ শীর্ষক জনমত সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে শহরের চাষাড়া শহীদ মিনার ও সিটি পার্ক এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, নারী ও প্রবীণ নাগরিকরা লিখিতভাবে তাদের মতামত, মন্তব্য ও প্রত্যাশা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার নিরিখে তাদের ভাবনা-চাহিদা প্রকাশ করেন।
মাসুদুজ্জামান বলেন, ‘কর্মসূচির মাধ্যমে সংগৃহীত সকল মতামত একত্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনগণের সরাসরি ভাবনা ও চাহিদা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা ও রাষ্ট্রচিন্তায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

