আগামী ১৯ জুন বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) দিবাগত রাতে শহরের নতুনহাট এলাকায় এ মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মতবিনিময় সভার আয়োজন করে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দীপু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, সাইদুর রহমান, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক মেহেদি হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।