তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত ২

0

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌহতলী কান্দাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৪৯) পঙ্গুয়াই গ্রামের বাসিন্দা। আর মোশাররফ হোসেনের বাড়ি (২১) ধোবাউড়ার জাঙ্গালিয়া পাড়া গ্রামে। 
 
জানা যায়, ধোবাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী হায়েস গাড়ির সাথে তারাকান্দা হতে ধোবাউড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম ও যাত্রী মোশাররফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আর মোটরসাইকেলের অপর যাত্রী নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here