ময়মনসিংহের তারাকান্দায় ভারতীয় ১০ বোতল মদসহ রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে তারাকান্দা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক কারবারি রুবেল নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রাজাবাড়ী গ্রামের মোবারক হোসেনের পুত্র।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।