তায়কোয়ান্দো জাতীয় যুব চ্যাম্পিয়ন হলেন রাজশাহীর প্রতিযোগী নাফিসা তাবাসসুম।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’- এ তায়কোয়ান্দো খেলায় +৫২ কেজি তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগের পক্ষে প্রতিনিধিত্ব করেন নাফিসা তাবাসসুম।
উল্লেখ্য, ২০২২ সালে রাজশাহী জেলা তায়কোয়ান্দো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক পান এবং ২০২৩ সালে রাজশাহী বিভাগীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন। নাফিসা রাজশাহীর সমাজকর্মী এডভোকেট কায়সার পারভেজ মেহেদী এবং এডভোকেট দিল সিতারা চুনির কন্যা।