তামিম-লিটন না থাকায় ‘বাড়তি দায়িত্ব’ নিতে পারেননি সাকিব

0

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাস দলে না থাকায় ভুগতে হয়েছে টাইগারদের। চোট থেকে সেরে উঠতে না পারায় আগে থেকেই এশিয়া কাপের দলে ছিলেন না তামিম। আর জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন লিটন।

অভিজ্ঞ দুই ক্রিকেটার না থাকায় ওপেনিং একটু দুর্বল ছিল টাইগারদের। এজন্য বাড়তি দায়িত্ব ছিল অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে। যদিও সেই দায়িত্ব পালন করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক।

পাল্লেকেলের আজকের ম্যাচের উইকেট এত কম রানের না বলেও মনে করেন সাকিব। তিনি বলেন, ‘হ্যাঁ, এটি ৩০০ রানের উইকেট না। কিন্তু আমাদের ম্যাচে থাকতে হলে কমপক্ষে ২২০-২৩০ রান করতে হতো।’

বোলিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারা যখন ৩ উইকেট হারিয়ে ফেলেছিল, আমাদের আরও কয়েকটি উইকেট দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পাইনি। বোলাররা এবং স্পিনাররা তাদের কাজটি দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু স্কোরবোর্ডে যথেষ্ট রান নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here