তামিম-মাহমুদুল্লাহকে নিয়ে মুখ খুললেন জালাল ইউনুস

0

ক্রিকেটের বাইশ গজে সময়টা মোটেও ভালো যাচ্ছে না মাহমুদুল্লাহ রিয়াদের। প্রায় দুই মাস আগে খেলেছিলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। এরপর গিয়েছিলেন হজ করতে। ফিরে এসে বুধবার প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন তিনি। নিঃসঙ্গ অনুশীলনেও মাহমুদুল্লাহ আলো কেড়েছেন সবার। তিনি কি থাকবেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে? এ নিয়ে আলোচনাও বেশ।

বৃহস্পতিবার মিরপুরে মাহমুদুল্লাহকে নিয়ে জানতে চাইলে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা সিদ্ধান্ত নিবে নির্বাচক কমিটি।’

এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘তামিম ২৬ তারিখ লন্ডন যাচ্ছে। ওখানে চিকিৎসার পর তার অবস্থা জেনে সিদ্ধান্ত নেয়া হবে। তার পরিকল্পনা হলো ৩১ তারিখের মধ্যে সে দেশে ফিরবে। এরপর তার বর্তমান শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসবে।’

বাংলাদেশ ‘এ’ দল ইমার্জিং এশিয়া কাপের ম্যাচ খেলছে। সেখানেও যে জাতীয় দলের ক্রিকেটার খোঁজার চেষ্টা চলছে, সেটিও খুব একটা অস্পষ্ট নয়। জালাল বলেন, ‘ইমার্জিংয়ের কিছু ক্রিকেটার প্রাথমিক যে অনুশীলন ক্যাম্প হবে সেখানে থাকবে। ওদের মধ্যে অনেকেই ভালো করেছে। ওদের থেকে দু-একজন প্রাথমিক দলে আসতে পারে কিন্তু তারা আবার সেরা ১৫ দলে থাকবে এমন কোন কথা নেই।’

বিশ্বকাপে ১৫ জনের বাইরে অভিজ্ঞ ক্রিকেটার থাকবেন এমন গুঞ্জন আছে। এ নিয়ে জালাল বলেন, ‘এরকম কোন কথা হয়নি। কিন্তু হয়ত ১৫ জনের বেশি কিছু ক্রিকেটার নেব কারণ সেখানে অনুশীলনের জন্য দরকার আছে। যেমন দু-একজন বাড়তি স্পিনার নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি বা ভারত থেকে নিতে পারি। যেন অনুশীলনে তারা সহযোগিতা করতে পারে। এরকম কিছু চূড়ান্ত করিনি, এমনিতে একটা পরিকল্পনা আছে। হয়ত হতে পারে ১৫ জনের বেশি নিজেদের খরচে ক্রিকেটার নিয়ে যাব।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here