তামিম না থাকলে সাকিবকে অধিনায়ক চান পাইলট

0

দীর্ঘদিন ধরে পিঠের চোটে ভুগছেন তামিম ইকবাল। বর্তমানে চিকিৎসার কারণে যুক্তরাজ্যে আছেন তিনি। ধারণা করা হচ্ছে, প্রয়োজনে ডাক্তারের ছুরির নিচেও যেতে হতে পারে তামিম ইকবালকে। এতে করে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

এক্ষেত্রে সাকিব আল হাসানকে নতুন অধিনায়ক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে গণমাধ্যমকে এমনটিই বলেছেন তিনি।

তিনি আরও বলেন, অনেকেই হয়তো আছেন কিন্তু আমি কাউকেই ছোট করব না। তাদের অনেক সময় আছে। কিন্তু সাকিব যে একটা ব্র্যান্ড, সে যখন আম্পায়ারের সঙ্গে কথা বলবে, ড্রেসিংরুমে থাকবে…সাকিব এই জায়গাটা তৈরি করেছে। তো কোনো সন্দেহ নেই তামিম যদি কোনো কারণে মিস করে তাহলে সাকিবকে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here