তামিম ইস্যুতে অস্থিরতা নেই বিসিবিতে: মল্লিক

0

এশিয়া কাপের পর্দা উঠতে আর কয়েক দিন বাকি। এমন সময় ওয়ানডে দলের হাল ছেড়ে দিয়েছেন দলপতি তামিম ইকবাল। অধিনায়কত্ব তো বটেই, বাঁ-হাতি এই ব্যাটার ছিটকে গেলেন এশিয়া কাপ থেকেই। তার সরে যাওয়ায় ক্রিকেট বোর্ডকে খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। নেতৃত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ তামিমের ইনজুরি। যেটি যথাসময়ে বুঝতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ।

তামিমের ইনজুরির অবহেলা, নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেট বোর্ড আছে অস্বস্তির মধ্যে। তবে সেটি মানছেন না বিসিবি পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।

মল্লিক বলেছেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’ 

নতুন অধিনায়ক নিয়ে বিসিবি কাজ করছে জানিয়ে মল্লিক বলেন, ‘উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here