তামিম ইকবালের জন্মদিন আজ

0

বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবালের জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই তরুণ তামিম সবাইকে তাক লাগিয়ে দেন।

ওই বছর বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ফিয়ারলেস কিশোর তামিম ৫৩ বলে ৫১ রানের ইনিংসে ভারতীয় ক্রিকেট মহাতারকার শচীন, গাঙ্গুলি, রাহুল ও শেবাগদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেন। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে ১০৩ রান করে ক্রিকেটের তীর্থভূমিতে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।

এরপর ২০১১ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে স্থান পান তামিম। ২০১৬ সালের ১৩ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন তিনি।

Tamim
খুলনায় পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে তামিমের উল্লাস। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি থাকা তামিমই প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন। ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এবং রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সনাথ জয়সুরিয়ার করা ২৫১৪ রানের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের মালিক হন।

তামিম ইকবাল এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার। ২০১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশের হয়ে তার ২০০তম একদিনের ম্যাচ খেলেন।

২০২০ সালের জানুয়ারিতে তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৯-২০ বাংলাদেশ ক্রিকেট লিগ টুর্নামেন্টে ইস্ট জোনের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here