তামিমের সঙ্গে ‘ঝামেলা’, এবার মুখ খুললেন মালান

0

এবারের বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্য বেশ কয়েকবার দেখা গেছে। সব শেষে নিজ দলেরই সতীর্থ ডেভিড মালানের প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা যায়।

চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটিতে সতীর্থ ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই কিছুটা রাগের চাহনি দেখা গেছে তার চেহারায়। মালানকেও ওই সময় কিছু একটা বলতে শোনা যায়।

এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের সমালোচনাও করেন অনেকে। তবে তামিম বলেছেন, ঘটনা আসলে ভিন্ন, বরং তাদের মধ্যে নাকি কিছুই হয়নি। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি করেছেন তামিম ইকবাল।

একই দিনে মালান নিজেও জানালেন তামিমের সাথে কি হয়েছিল মাঠে। চট্টগ্রামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান বলেন, একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এরকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।

তিনি বলেন, আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞাস করে দেখতে পারেন সবাই জানে।

এদিকে, ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল বলছিলেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here