বিপিএলের সিলেট পর্বে প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আভিশকা ফার্নান্দোর ঝড়ো ব্যাটিংয়ে ১৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ফলে জয়ের জন্য বরিশালকে করতে হবে ১৯৪ রান।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ৫০ বলে ৯১ রান করে অপরাজিত থাকেন আভিশকা ফার্নান্দো।
শাহদাৎ হোসেন দীপুকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন আভিশকা। সেই জুটি ভাঙেন ইয়ানিক ক্যারিয়াহ। ২৯ বলে ৩১ রান করা দীপুকে বোল্ড করেন তিনি। আভিশকা অবশ্য থামেননি। চতুর্থ উইকেটে নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে যোগ করেন ৬৯ রানের জুটি। ৪০ বলে ফিফটি ছোঁয়ার পর আর মাত্র ১০টি বলই খেলতে পারেন। সেই ১০ বল থেকে ১৯ রান আদায় করেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ৫০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ৯১ রানে অপরাজিত থাকতে হয় তাকে।
শেষদিকে ৯ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ২৯ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে চট্টগ্রামকে শক্ত অবস্থানে নিয়ে যান কার্টিস ক্যাম্ফার। ১৪ ওভারে ১০১ রান করা চট্টগ্রাম শেষ ছয় ওভারেই তোলে ৯২ রান।
বরিশালের হয়ে তাইজুল ছাড়া বাকি সবাই খরুচে বোলিং করেছেন। বাঁহাতি এই স্পিনার দু’টি এবং কামরুল ইসলাম রাব্বি, ইয়ানিক ক্যারিয়াহ নেন একটি করে উইকেট।