জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এবার তার বদলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ওপেনার রনি তালুকদার।
তামিম ইকবালের অকস্মাৎ অবসরের ঘোষণার পর নির্বাচকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। রনিকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
বাংলাদেশ দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন রনি। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হয় এই ডানহাতি ব্যাটারের।