তামিমের দ্রুত আরোগ্য কামনা করলেন যুবরাজ-মালিঙ্গারা

0

হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। খবরটা ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্বেগ-উৎকণ্ঠা। কেবল দেশ নয় বিদেশে থাকা তামিমের বন্ধু কিংবা সমসাময়িক ক্রিকেটাররাও তামিমের এই খবরে উদ্বিগ্ন। তারা তামিমকে শুভকামনা জানিয়েছে। যাতে তামিম দ্রুত আরোগ্য লাভ করেন সেই প্রার্থনাও করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেসহ আরও অনেেকে। 

টুইটারে মনোজ তিওয়ারি লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা।’ মালিঙ্গা বলেছেন, ‘মাঠে সবসময় যেমন লড়াই করেছে তেমনি লড়াই করে যাও। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

যুবরাজ সিং এক্স পোস্টে বলেছেন, তামিম ও তার পরিবারের জন্য আমার প্রার্থনা। তুমি মাঠে অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে এবং শক্তভাবে জিতে ফিরেছ। এবারের লড়াইও ভিন্ন কিছু নয়। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’ 

হার্শা ভোগলে লিখেছেন, ‘আমাদের বন্ধু তামিমের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করছি দ্রুতই আমরা একসঙ্গে কাজ করবো।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here