তামিমের দলে ফেরা নিয়ে যা বললেন ‌‘বিরক্ত’ সুজন

0

তামিমের জাতীয় দলে ফেরার বিষয় নিয়ে জোর আলাপ চলছিলো বিপিএলের শুরু থেকেই। কারণ এখন দারুণ ছন্দে আছে এই ওপেনার। ব্যাটে বিপিএলে তিনি বেশ রান পেয়েছেন। তবে এর আগে নানা নাটকীয়তা আর অভিযোগ-পাল্টা অভিযোগে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলেননি তামিম। এবার জানা গেলো প্রধান কোচ হাথুরুসিংহের অধীনে খেলতে ‘নারাজ’ তামিম। যদিও তিনি এই কথাটা একটু ঘুরিয়েই বলেছেন। আর তাতেই সুজন ক্ষেপেছেন কিছুটা।

তামিমের দলে ফেরা নিয়ে আজ মিরপুরে কথা বলেছেন, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছেন, ‘তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। … এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারবো না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।’

সুজনের ভাষায়, ‘তামিম এতো বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন…অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’

সুুজন আরো বলেছেন, ‘আমি মূলত কোনো মন্তব্যই করতে চাই না এই বিষয়টা নিয়ে। অবশ্যই তামিম বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সেটা বোর্ডই সিদ্ধান্ত নেবে। ও যেহেতু বলেছে বোর্ডের সঙ্গে বসবে। পাপন ভাই (নাজমুল হাসান) যেহেতু কথা বলতে চেয়েছেন। পাপন ভাই সিরাজ ভাই ও জালাল ভাইকে সেই দায়িত্বটা দিয়েছেন। কোনটা ঠিক সময়ে বলবে, কখন বলবে, কখন তাদের সময় হয় বসার, এত দিন সময় লাগছে কেন? সবাই তো আমরা বাংলাদেশেই থাকি!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here