তামিমের ঘটনা ড্রেসিংরুমে প্রভাব ফেলেনি, বললেন সাকিব

0

আফগানিস্তানের সাথে সিরিজ চলাকালেই অধিনায়ক তামিম ইকবালের অবসরের ঘোষণায় হঠাৎ অস্থিরতা দেখা দেয় বাংলাদেশের ক্রিকেটে। পরে অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম। 

টানা দুই ম্যাচ হেরে আফগানদের কাছে সিরিজ খোয়ানোর পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অবশ্য হোয়াইওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সেখানেই তাকে তামিম ইকবালের অবসর ইস্যুতে প্রশ্ন করা হয়। 

তামিমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে। ড্রেসিংরুমে মনে হয় না আমরা কখনও খারাপ ছিলাম। পরিবেশ সবসময় ভালো ছিল, এখনও আছে। অবশ্যই ম্যাচের ফলের কারণে আপনারা ভাবেন ড্রেসিংরুমের অবস্থা ভালো না। কিন্তু, আমরা এখন সবসময় ভাবি কীভাবে নিজের খেলায় উন্নতি করে দলে অবদান রাখা যায়।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here