তামিমাকে ফেরত নেওয়ার ব্যাপারে যা বললেন রাকিব

0

তাকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা সুলতানা তাম্মি, এমন অভিযোগেই মামলা লড়ছেন রাকিব হাসান।

নাসির-তামিমার বিরুদ্ধে করা সেই মামলার বিষয়ে আজ মঙ্গলবার রাকিব গণমাধ্যমকে বলেছেন, ‘আমি চাই ন্যায়বিচার হোক। তারা শাস্তি পাক।’ 

তামিমার সাথে ফের সংসার করতে চান কিনা সে বিষয়ে রাকিব বলেন, ‘আইনের প্রক্রিয়া অনুযায়ী তাদের আগে শাস্তি হোক। আমরা আগে সব প্রমাণ করি, তারপরে না চিন্তা করব সে আসবে কি আসবে না বা আমি নেব কি নেব না। সেটা পরে চিন্তা করব।’

এর আগে মঙ্গলবার সকালে তালাক না নিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে করা মামলার বিচার চলবে বলে আদেশ দেয় আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ রিভিশন খারিজ করে এ আদেশ দেন। রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসির-তামিমার বিচার চলতে বাধা নেই।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। পরে তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে সম্পূর্ণ জানতে পারেন।

আরও অভিযোগ করা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন নাসির। তাম্মি ও নাসিরের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন। আসামিদের এমন কার্যকলাপে রাকিবের চরমভাবে মানহানি হয়েছে, যা তার জন্য অপূরণীয় ক্ষতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here