‘লাস্ট স্টোরিজ ২’-এর সময় থেকেই একে অপরকে মন দিয়েছেন তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা। লুকোচুরি নয়, বরং প্রেম নিয়ে খোলামেলা তারা। পর্দায় তো বটেই, বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচায় তাদের একসঙ্গে দেখা গেছে একাধিক জায়গায়। সদ্য মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা। সেখান থেকে ছবি দেন অভিনেত্রী। তবে ছবিতে ব্রাত্য বিজয়। যাওয়ার সময় ও ফেরার সময় বিমানবন্দরে একই সময় দেখা যায় তাদের। যদিও আলাদাভাবে। বিজয়কে দেখামাত্রই তামান্নাকে নিয়ে প্রশ্ন করেন আলোকচিত্রীরা, তাতেই খেপে যান বিজয়!
বৃহস্পতিবার মালদ্বীপ থেকে ফেরার পর মুম্বাই বিমানবন্দরে দেখা যায় তামান্নাকে। সেখানে আলোকচিত্রীরা তার মালদ্বীপের ছবির প্রশংসা করেন। মজা করে একজন প্রশ্ন করে বসেন, “বিজয় স্যার আসেননি?” তাতে তামান্নাকে হেসে চলে যেতে দেখা যায়। এরপর বিজয় বাইরে এলে একইভাবে তাকেও ছেঁকে ধরেন আলোকচিত্রীরা। মজার ছলেই বিজয়কে জিজ্ঞাসা করেন, “মালদ্বীপের সমুদ্রসৈকতে ফুর্তি করে ফিরলেন?” এই ধরনের প্রশ্ন একেবারেই পছন্দ হয়নি অভিনেতার। রেগে গিয়ে বলেন, “এই ধরনের কথা আপনি বলতে পারেন না।” তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান অভিনেতা।